Wellcome to National Portal
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ সেপ্টেম্বর ২০২৪

নগর ও প্রকৌশল ভূতত্ত্ব শাখা

শাখাঃ নগর প্রকৌশল ভূতত্ত্ব

(Branch: Urban and Engineering Geology)

 

শাখা প্রধানঃ জনাব মোহাম্মদ আশরাফুল কামাল

               পরিচালক (ভূতত্ত্ব)

ফোন (অফিস) ০২-৫৮৩১২০৯২

মোবাইল ০১৯১২৬৭৫১৮০

ই-মেইল ashraful.kamal@gsb.gov.bd

 

নগরায়নের প্রসার যে কোন দেশের উন্নয়নের ক্ষেত্রে একটি স্বাভাবিক প্রক্রিয়া। যথাযথ নগর পরিকল্পনা ও ভৌত অবকাঠামো নির্মাণকালে ভূ-স্তরের গঠন, প্রাকৃতিক দূর্যোগের উৎস, ভূ-স্তরের উপরিভাগ ও নিম্নভাগের ভূতাত্ত্বিক উপাত্তের পূর্ণ বিবরণ জানা অত্যন্ত প্রয়োজন। ভূ-প্রকৌশল উপাত্ত এবং ভূতাত্ত্বিক তথ্যাদি ব্যবহার করলে অধিকতর টেকসই, নিরাপদ ও দূর্যোগ প্রশমিত নগর পরিকল্পনা করা সম্ভব হবে। বর্তমানে শহরগুলোতে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ এবং চাহিদা মেটাতে সঠিক পরিকল্পনা ছাড়াই বর্ধিত অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণের ফলে শহর ও শহরতলির ভূপ্রাকৃতিক বিন্যাস খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। নাগরিক অবকাঠামো এবং নগর উন্নয়ন ভূমি ব্যবহার পরিকল্পনায় ভূতাত্ত্বিক তথ্য এবং প্রকৌশল পদ্ধতির দক্ষ প্রয়োগ মানুষের জীবন ও সম্পত্তির ক্ষতির ঝুঁকি কমাতে পারে।

 

প্রাকৃতিক দূর্যোগের উৎস শনাক্ত করা এবং দূর্যোগ ঝুঁকি বিবেচনা করে প্রাকৃতিক বিপত্তিগুলো পরিকল্পিতভাবে মোকাবেলা করা যেতে পারে। এ লক্ষ্যেই শাখাটি ভূতাত্ত্বিক এবং ভূ-প্রযুক্তিগত অনুসন্ধান, মাটির নমুনার প্রকৌশল বৈশিষ্ট্যগুলির পরীক্ষাগার বিশ্লেষণ, প্রকৌশল ভূতাত্ত্বিক এবং স্থানীয় ভূমিকম্পের ঝুঁকির সম্ভাবনা, ভূ-নিম্নস্থ মাটির অবস্থার মূল্যায়ন এবং অবকাঠামো উন্নয়নের জন্য মানচিত্রায়ন এবং স্থানিক পরিকল্পনা, ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক মডেলিং, ভূমিরুপ ও নদীর গতিপথ পরিবর্তন মনিটরিং ইত্যাদি কাজে নিয়োজিত রয়েছে। ভূতাত্ত্বিক উপাত্ত ব্যবহারের মাধ্যমে সে অনুযায়ী অবকাঠামো/স্থাপনা নির্মান ও উন্নয়নের কাজ সম্পন্ন হলে নির্মাণ ব্যয় ও ঝুঁকি হ্রাস পাবে এবং নগর পরিকল্পনাবিদ ও উন্নয়নকারী সংশ্লিষ্ট পেশাজীবিদের নগর উন্নয়নে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সহায়ক হবে।

 

লোকবলঃ

 

১। জনাব মোঃ মাহমুদ হোসেন খান, উপপরিচালক (ভূতত্ত্ব)।

২। জনাব সারওয়াৎ জাবীন, উপপরিচালক (ভূতত্ত্ব)।

৩। জনাব ফারুক হুসাইন, সহকারী পরিচালক (ভূতত্ত্ব)।

৪। জনাব সাব্বির আহমেদ, সহকারী পরিচালক (ভূতত্ত্ব)।

৫। জনাব সাদিয়া রহমান, সহকারী পরিচালক (ভূতত্ত্ব)।

 

দায়িত্ব ও কার্যাবলীঃ

  • ভূ-প্রযৌক্তিক কূপ খনন, নমুনা সংগ্রহ, ভূ-প্রকৌশল তথ্য অনুসন্ধান ও মাটির ভূ-প্রকৌশল গুণাগুন নিরূপণ;   
  • ভূ-বৈজ্ঞানিক এবং প্রকৌশল ভূতাত্ত্বিক ডিজিটাল তথ্য ভান্ডার প্রস্তুত করা;  
  • মানচিত্রায়িত এলাকার ভূস্তরের এবং ভূগর্ভস্ত বিভিন্ন স্তরের বৈশিষ্ট্য ও প্রকৌশলগত গুণাগুন নিরূপণ;
  • নগর ও প্রকৌশল ভূতাত্ত্বিক মানচিত্রায়ন;
  • ভূ-বৈজ্ঞানিক এবং ভূ-প্রযুক্তিক সমস্যা, ভূ-প্রক্রিয়া এবং ভূমিকম্পের সম্ভাব্য স্থানীয় ঝুঁকি বিশ্লেষণ এবং দেশের নগরায়ন কার্যক্রমের সাথে সম্পর্কিত প্রকৌশল ভূতাত্ত্বিক গবেষণা/অনুসন্ধান কাজ সম্পাদন করা;
  • ত্রিমাত্রিক প্রকৌশল ভূতাত্ত্বিক মডেলিং, যার মাধ্যমে জটিল ভূস্তরের বিন্যাস চিত্র সহজবোধ্যভাবে নগর পরিকল্পনাবিদ, নীতি নির্ধারক ও সাধারন জনগনের জন্য প্রস্তুত করা;
  • ভূমির বৈশিষ্ট্য এবং প্রকৌশলগত গুণাগুনের ভিত্তিতে বিভিন্ন অবকাঠামো নির্মাণের জন্য ভূমির উপযুক্ততা বিষয়ে বিশ্লেষণ করা;  
  • ভূমির অবনমন (Land subsidence), প্লাবন, ভূমিরূপ ও নদীর গতিপথ সনাক্তকরনের গবেষণা ও মানচিত্রায়ন, যা নগর পরিকল্পনায় সহায়ক ভূমিকা রাখতে পারে;    
  • প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে প্রতিবেদন প্রণয়ন।
  • টেকসই নগর পরিকল্পনা ও ‍উন্নয়নের জন্য ভূ-বৈজ্ঞানিক এবং প্রকৌশল ভূতাত্ত্বিক তথ্য ব্যবহার করার প্রয়োজনীয়তা সম্পর্কে জনসাধারণ, নগর পরিকল্পনাবিদ ও উন্নয়নকারী এবং নীতিনির্ধারকদের মধ্যে সচেতনতা তৈরি করা;
  • এ সম্পর্কীত বিষয়ে সরকার এবং অংশীজনদের তথ্য-উপাত্ত্ব সরবরাহের মাধ্যমে উন্নয়ন কাজে অংশগ্রহন ও দ্বায়িত্ব পালন করা।