শাখাঃ পরিকল্পনা ও বাস্তবায়ন
(Branch: Planning and Implementation)
শাখা প্রধানঃ জনাব মোঃ কামাল হোসেন
পরিচালক (ভূতত্ত্ব)
ফোন (অফিস): ৮৩৯২১৮৪
মোবাইল: ০১৯১১৭৩৬৯৮২
ই-মেইল: kamalgsb@gmail.com
|

|
অধিদপ্তরের সার্বিক বহিরঙ্গন কার্যক্রম পরিচালনা এবং অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচির অগ্রগতির প্রতিবেদনসহ চাহিত তথ্যাদি প্রশাসনিক মন্ত্রণালয় এবং দেশে-বিদেশে বিভিন্ন সংস্থায় প্রেরণের মাধ্যমে অধিদপ্তরের কার্যক্রম উপস্থাপন।
লোকবলঃ
পরিকল্পনা ও বাস্তবায়ন ইউনিট
১। জনাব মোঃ আবু সায়েম, উপ-পরিচালক (ভূতত্ত্ব)
২। জনাব শাহিদা আক্তার, সহকারী পরিচালক (ভূতত্ত্ব)
৩। জনাব খালেদা আফরীন, সহকারী পরিচালক (ভূতত্ত্ব)
পি আই ইউনিট
১. জনাব মোঃ জিয়াউল হক তপাদার, সহকারী প্রধান।
২. জনাব সুজিত কুমার প্রামানিক, গবেষণা অফিসার ।
দায়িত্ব ও কার্যাবলীঃ
- দপ্তরের বিভিন্ন প্রকল্পের পরিবীক্ষণ, মূল্যায়ণ ও বাস্তবায়ন;
- প্রশাসনিক মন্ত্রণালয়ের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) প্রণয়ন ও বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ;
- জাতীয় সংসদে আলোচনার জন্য ভূতাত্ত্বিক জরিপ ও খনিজ সম্পদ সম্পর্কিত প্রশ্নের উত্তর প্রদান;
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও সংশোধিত উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) প্রণয়নের জন্য তথ্য প্রেরণ, দপ্তরের বার্ষিক বহিরঙ্গন কর্মসূচি প্রণয়ন এবং বহিরঙ্গন কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকার জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ স্থাপন;
- অধিদপ্তরের চলমান কার্যক্রমসমূহের মাসিক, বাৎসরিক অগ্রগতির প্রতিবেদন, জাতীয় অর্থনৈতিক পরিষদে পর্যালোচনার জন্য ত্রৈমাসিক অগ্রগতির প্রতিবেদন প্রণয়ন,
- বার্ষিক স্থানীয় ও বৈদেশিক প্রশিক্ষণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ;
- বিভিন্ন মন্ত্রণালয়/সংস্থার চাহিদা মোতাবেক তথ্য ও উপাত্ত সরবরাহ;
- খনিজ সম্পদ উন্নয়নে নিয়োজিত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে ভূতত্ত্ব বিষয়ক তথ্য-উপাত্ত ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান;
- ভূতত্ত্ব ও সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, যেমনঃ IUGS, IGCP, CGMW, UNESCO ও অন্যান্য সংস্থার সাথে যোগাযোগ রক্ষা করা।