Wellcome to National Portal
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ জুন ২০২৪

নগর ও প্রকৌশল ভূতত্ত্ব শাখা

শাখাঃ নগর প্রকৌশল ভূতত্ত্ব

(Branch: Urban and Engineering Geology)

 

শাখা প্রধানঃ জনাব মোহাম্মদ আশরাফুল কামাল

                পরিচালক (ভূতত্ত্ব)

ফোন (অফিস) ০২-৫৮৩১২০৯২

মোবাইল ০১৯১২৬৭৫১৮০

ই-মেইল ashraful.kamal@gsb.gov.bd

 

নগরায়নের প্রসার যে কোন দেশের সভ্যতা বিকাশের ক্ষেত্রে একটি স্বাভাবিক কার্যক্রম। সার্বিক নগর পরিকল্পনা ও ভৌত অবকাঠামো নির্মাণকালে ভূ-স্তরের গঠন, প্রাকৃতিক দূর্যোগের উৎস, ভূ-স্তরের উপরিভাগ ও নিম্নমানের ভূতাত্ত্বিক উপাত্তের পূর্ণ বিবরণ জানা অত্যন্ত প্রয়োজন। ভূ-প্রকৌশল উপাত্ত এবং ভূতাত্ত্বিক তথ্যাদি নগর উন্নয়নের মূল পরিকল্পনা প্রণয়নে ব্যবহার করা হলে টেকসই উন্নয়ন, প্রাকৃতিক দূর্যোগ ও ঝুঁকি প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এছাড়াও এ সম্পর্কিত অন্যান্য উন্নয়ন যেমনঃ শিল্পকারখানা, আবর্জনার ব্যবস্থাপনা এবং পরিবেশ রক্ষায় এ শাখার কার্যক্রম সহায়ক ভূমিকা রাখবে।

 

লোকবলঃ

 

  1. জনাব মোঃ মাহমুদ হোসেন খান, উপ-পরিচালক (ভূতত্ত্ব)।
  2. জনাব মোহাম্মদ ফিরোজ আলম, উপ-পরিচালক (ভূতত্ত্ব)।
  3. জনাব সারওয়াৎ জাবীন, উপ-পরিচালক (ভূতত্ত্ব)।
  4. জনাব ফারুক হুসাইন, সহকারী পরিচালক (ভূতত্ত্ব)।
  5. জনাব তাহেরা আফরিন, সহকারী পরিচালক (ভূতত্ত্ব)।
  6. জনাব মুহাম্মদ খায়রুল ইসলাম, সহকারী পরিচালক (ভূতত্ত্ব)।

 

দায়িত্ব ও কার্যাবলীঃ

  • নগর ও প্রকৌশল ভূতাত্ত্বিক মানচিত্রায়ন;
  • মানচিত্রায়িত এলাকার ভূমির বৈশিষ্ট্য ও প্রকৌশলগত গুণাগুন নিরূপণ;
  • প্রকৌশলগত গুণাগুনের ভিত্তিতে বিভিন্ন অবকাঠামো নির্মাণের স্থান নির্ধারণ;
  • প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে প্রতিবেদন প্রণয়ন।