শাখা: পরিবেশ ভূতত্ত্ব ও প্রাকৃতিক দূর্যোগ এ্যাসেসমেন্ট
Branch: Environmental Geology and Natural Hazard Assessment
শাখা প্রধান: জনাব সালমা আক্তার
পরিচালক (ভূতত্ত্ব)
ফোন: ৫৮৩১১৮৫৫
মোবাইল: ০১৭২৬৭০৬৭৫৫
ইমেইল: salma.akter_gsb@yahoo.com
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কতিপয় পাহাড়ি এলাকায় ভূমিধ্বস মানচিত্রায়নসহ পরিবেশ ভূতত্ত্ব বিশ্লেষণের কাজ সম্পাদন করা হয়েছে। ২০০৯-২০১৩ সময়কালে GSB-NGI প্রকল্পের আওতায় ভূমিধ্বস আগাম সতর্কতা যন্ত্র এবং GSB-CDMP প্রকল্পের আওতায় ২০১০-২০১৪ সময়কালে ভূমিকম্প গবেষণার জন্য দেশের বিভিন্ন এলাকায় ৪টি সিসমিক স্টেশন স্থাপন করা হয়েছে। বর্তমানে GSB-NGI প্রকল্পটির মাধ্যমে দক্ষিণ-পূর্বাঞ্চলের অন্যান্য পাহাড়ি এলাকায় ভূমিধ্বস আগাম সতর্কতা যন্ত্র স্থাপনের কার্যক্রমের পরিসর বৃদ্ধি অত্র শাখার মাধ্যমে আবারও শুরু হয়েছে। পাশাপাশি প্রতি বছর বহিরঙ্গন কর্মসূচি চলমান রয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে প্রাকৃতিক দুর্যোগ-পরবর্তী ঐ এলাকার তথ্য-উপাত্ত সংগ্রহ ও সরেজমিন পরিদর্শণপূর্বক প্রতিবেদন প্রণয়ন এবং দুর্যোগ প্রতিকার বা হ্রাসকরণে সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানসমূহে পরামর্শ প্রদান করে থাকে।
শাখায় সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দের নাম:
৪। জনাব মোঃ কামরুল হাসান, সহকারী পরিচালক (ভূতত্ত্ব)
শাখার দায়িত্ত্ব ও কার্যাবলী:
• দুর্যোগ প্রবণ এলাকার ভূদুর্যোগ মানচিত্রায়ন ও বিশ্লেষন;
• ভূ-সম্পর্কিত বিভিন্ন ধরণের প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগ মূল্যায়ণ ও গবেষণার মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে সরকার/সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান,
• দেশের যে কোনো এলাকার বড় ধরনের অবকাঠামো ও নগর উন্নয়নের ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক ভূতাত্ত্বিক তথ্য ও উপাত্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহে সরবরাহকরণ।।
Maps and reports prepared under GSB-CDMP Project I
Maps and reports prepared under GSB-CDMP Project II