Wellcome to National Portal
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ সেপ্টেম্বর ২০২৪

ভূপদার্থিক তথ্য বিশ্লেষণ ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ শাখা

শাখাঃ ভূপদার্থিক তথ্য বিশ্লেষণ ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ

(Branch: Geophysical Data Analysis and Equipment Maintenance)

শাখা প্রধানঃ ড. সুলতানা নাছরিন নূরী

             পরিচালক (ভূপদার্থ)

ফোন (অফিস): ৮৩৯২১৮১

মোবাইল: ০১৫৫২৩৩৯৮০৪

ই-মেইল: nurysn@yahoo.com

 

 

ভূপদার্থিক জরিপ কাজে যন্ত্র সরবরাহ, যন্ত্র পরিচালণা, জরিপ হতে সংগৃহীত প্রাথমিক তথ্য উপাত্ত সুষ্ঠভাবে সংরক্ষন ও বিশ্লেষনে সহায়তা প্রদান, ভূপদার্থিক লগিং পরিচালনা ও তথ্য উপাত্ত বিশ্লেষন শেষে এ সংক্রান্ত প্রতিবেদন প্রনয়ণ করা এবং ভূ-পদার্থিক গবেষণাগারে সংরক্ষিত সকল যন্ত্রসমূহের সার্বিক তত্ত্বাবধায়ন করার মাধ্যমে এই শাখা বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের খনিজ সম্পদ অনুসন্ধানসহ অন্যান্য ভূবৈজ্ঞানিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

লোকবলঃ

 

নাম: জনাব মোঃ ইয়াকুব হোসেন

পদবী: ঊর্ধ্বতন ভূপদার্থিক প্রকৌশলী 

ফোন (অফিস): ০২-৫৫১৩০৬০৯

মোবাইল: ০১৮১৬৮৭০৪৭১

ইমেইল: yakub.hossain@gsb.gov.bd

নাম: মোহাম্মদ মুশফিকুল হক

পদবী: সহকারী পরিচালক 

ফোন (অফিস):--- 

মোবাইল: ০১৮১২২৪২৯৬৫

ইমেইল: musfiq.geo@gmail.com

নাম: মোসাঃ রাজিয়া সুলতানা

পদবী: সহকারী পরিচালক 

ফোন (অফিস): ---

মোবাইল: ০১৮৯৬০৮০৮৯৭

ইমেইল: rajia6861@gmail.com

 

দায়িত্ব ও কার্যাবলীঃ

  • খনিজ সম্পদ অনুসন্ধানে ভূপদার্থিক জরিপ অপরিহার্য্য। ভূপদার্থিক জরিপ হতে সংগৃহীত প্রাথমিক তথ্য উপাত্ত সুষ্ঠভাবে সংরক্ষন ও বিশ্লেষনে সহায়তা প্রদান করা, ভূপদার্থিক লগিং পরিচালনা ও সংগৃহীত তথ্য উপাত্ত বিশ্লেষন শেষে এ সংক্রান্ত প্রতিবেদন প্রনয়ণ করা এবং ভূ-পদার্থিক গবেষণাগারে সংরক্ষিত সকল যন্ত্রসমূহের সার্বিক তত্ত্বাবধায়ন এই শাখার অন্যতম কাজ।

  • এই শাখা হতে নিয়মিত ভাবে অধিদপ্তরের ভূপদার্থিক শাখাসমূহকে বহিরঙ্গণ কার্যক্রম বাস্তবায়নকালে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং উপাত্ত সংগ্রহে যন্ত্রপাতি পরিচালনায় সার্বিক সহযোগীতা প্রদান করা,

  • সংগৃহীত ভূপদার্থিক তথ্য-উপাত্ত বিশ্লেষনের জন্য কম্পিউটার ও প্রয়োজনীয় সফট্ওয়ার ব্যবহারের জন্য এই শাখা হতে সার্বিক সহযোগীতা প্রদান করা,

  • গবেষণাগারে সংরক্ষিত যন্ত্রপাতিগুলিকে সার্বক্ষণিকভাবে কার্যক্ষম রাখার লক্ষ্যে নিয়মানুযায়ী ক্যালিব্রেশন (Calibration) কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা,

  • ভূকম্পন জরিপ কাজের জন্য ব্যবহৃত ওয়াকিটকি ও বিস্ফোরক সংক্রান্ত লাইসেন্স, মজুদ ও সরবরাহ এই শাখা তত্ত্বাবধায়ন করে থাকে।