শাখাঃ ভূকম্পন ও ভূ-বৈদ্যুতিক জরিপ
(Branch: Seismic and Geo electrical Survey)
শাখা প্রধানঃ মোঃ শাহজাহান উপ-পরিচালক (ভূপদার্থ) ফোন (অফিস): ০২-৮৩৯১৩১৬ মোবাইল: ০১৮১১৫৭১৪০০ ই-মেইল: md.shahjahan@gsb.gov.bd |
|
ভূকম্পন ও ভূ-বৈদ্যুতিক জরিপ শাখা বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের একটি অন্যতম ভূ-পদার্থিক জরিপ ও গবেষণাধর্মী শাখা। এ শাখা ভূকম্পন ও ভূ-বৈদ্যুতিক জরিপের বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে অগভীর ভূত্বকের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য নিরূপণ ও মানচিত্রায়ণ করে থাকে, যা খনিজ সম্পদ অনুসন্ধান-আবিষ্কার, ভূগর্ভস্থ সুপেয় পানির আধার চিহ্ণিতকরণ, অবকাঠামো নির্মাণ স্থানের ভূ-প্রকৌশলীয় বৈশিষ্ট্য নিরূপণ ও ভূ-দূর্যোগ সংক্রান্ত গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান, লিচেট প্লিউম মনিটরিং ও উপকূলীয় অঞ্চলের ভূগর্ভস্থ পানির আধারে নোনা পানির অনুপ্রবেশের ব্যাপ্তি নির্ণয়েও এ শাখা কাজ করে থাকে। বর্তমানে অধিদপ্তরের যন্ত্রপাতি ব্যবহার করে এ শাখা ৬০০ মিটার গভীরতা পর্যন্ত প্রতিসরণ ভূকম্পন (seismic refraction) জরিপ, 600 মিটার গভীরতা অবধি তড়িৎ প্রতিবন্ধকতা (vertical electric sounding) জরিপ ও ৫০ মিটার গভীরতা অবধি রেজিস্টিভিটি ইমেজিং (resistivity imaging) জরিপ পরিচালনা করতে সক্ষম। তাছাড়াও ইনডিউজড পোলারাইজেশন (IP) জরিপ ও সেল্ফ পোটেনশিয়াল (SP) জরিপে শাখাটির সক্ষমতা রয়েছে। প্রতিফলন ভূকম্পন (seismic reflection) জরিপ, ট্রানজিয়েন্ট ইলেক্ট্রোম্যাগনেটিক (TEM) জরিপ ও মাল্টিচ্যানেল এনালাইসিস অব সারফেস ওয়েভস (MASW) জরিপে সক্ষমতা অর্জনে শাখাটি সচেষ্ট রয়েছে।
শাখায় সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দের নাম:
১। জনাব মোহাঃ সেলিম রেজা, উপপরিচালক (ভূপদার্থ)
২। জনাব লুবনা ইয়াসমিন খন্দকার, উপপরিচালক (ভূপদার্থ)
৩। জনাব আফরিদা ওয়াসিমা, সহকারী পরিচালক (ভূপদার্থ)
৪। জনাব কামরুজ্জামান, সহকারী পরিচালক (ভূপদার্থ)
৫। জনাব ইজাজুল ইসলাম, সহকারী পরিচালক (ভূপদার্থ)
৬। জনাব কৌশিক রায়, সহকারী পরিচালক (ভূপদার্থ)
শাখার দায়িত্ব ও কার্যাবলী: