Wellcome to National Portal
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ মে ২০২৪

বৈশ্লেষিক রসায়ন শাখা

শাখাঃ বৈশ্লেষিক রসায়ন

(Branch: Analytical Chemistry)

শাখা প্রধানঃ জনাব মোঃ রিয়াজুল ইসলাম

                পরিচালক (রসায়ন)

ফোন (অফিস): ০২-২২২২২৬০৯২

মোবাইল: ০১৭৩৪৩৯৯৭৭৩

ই-মেইল: reazul.gsb@gmail.com

 

 

খনিজ সম্পদ আবিষ্কার ও ভূবৈজ্ঞানিক গবেষণায় বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের বৈজ্ঞানিক অনুষদসমূহের সামষ্টিক প্রয়াসের অন্যতম অংশীদার বৈশ্লেষিক রসায়ন শাখা। নিজস্ব ভূবৈজ্ঞানিক গবেষণা বাস্তবায়নের পাশাপাশি এই শাখা নমুনা বিশ্লেষণ কার্যক্রমের মাধ্যমে অন্যান্য শাখার ভূবৈজ্ঞানিক কর্মসূচিতে সহায়তা প্রদান করে। এছাড়া, বৈশ্লেষিক রসায়ন শাখা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান হতে প্রেরিত খনিজ নমুনার গুণগত ও পরিমাণগত মান নির্ণয় করে থাকে।

লোকবলঃ

  1. শেখ মুহাম্মদ মেসবাহ আর রহমান, উপপরিচালক (রসায়ন)।
  2. মোঃ মাজেদুল ইসলাম, উপপরিচালক (রসায়ন)।
  3. এস.এম. আশরাফুল আবেদীন আশা, উপপরিচালক (রসায়ন)।
  4. মোঃ মোশফেকুর রহমান, সহকারী পরিচালক (রসায়ন)।
  5. মাহমুদুল হাসান, সহকারী পরিচালক (রসায়ন)।
  6. মোঃ তাহমিদ তায়েফ, সহকারী পরিচালক (রসায়ন)।
  7. জনাব মোঃ নুরে আলম শিকদার, সহকারী পরিচালক (রসায়ন)।

দায়িত্ব ও কার্যাবলীঃ

  • খনিজ সম্পদের গুনগত ও পরিমাণগত মান নির্ণয়।
  • শিলা, পলল. কাদা, মাটিসহ ভূতাত্ত্বিক নমুনার রাসায়নিক বিশ্লেষণ। 
  • ভূগর্ভস্থ ও ভূ-পৃষ্ঠস্থ পানির গুনগত মান নির্ণয়।
  • মাটি, পানি ও বাস্তুসংস্থানে ধাতব দূষণ অনুসন্ধান।
  • জীবাশ্ম জ্বালানির মানোন্নয়ন সংক্রান্ত রাসায়নিক গবেষণা।