শাখাঃ শিলাবিদ্যা ও মণিকবিদ্যা
(Petrology and Mineralogy Branch)
শাখা প্রধানঃ জনাব মোহাম্মদ নুরুল হক উপ-পরিচালক (ভূতত্ত্ব) ফোন (অফিস) ৯৩৬১৩৭৮ মোবাইল ০১৭১৬৮৫০১০৭ ই-মেইল nurul.h@gsb.gov.bd |
অত্যাধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতির মাধ্যমে ভূতাত্ত্বিক কার্যক্রম হতে সংগৃহীত বিভিন্ন নমুনার বিশ্লেষণপূর্বক গবেষণা এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান শিলা ও মণিক শাখার অন্যতম দায়িত্ব। বহিরঙ্গন কাজে ব্যবহৃত প্রয়োজনীয় যন্ত্রপাতি এ শাখা প্রাপ্তি সাপেক্ষে সংগ্রহ, সংরক্ষণ ও চাহিদা অনুযায়ী সরবরাহ করে থাকে। এ শাখা শিলা ও মণিক সংক্রান্ত বিশ্লেষণাত্বক ও গবেষণামুখী কার্যক্রম পরিচালনা পূর্বক তথ্যবহুল প্রতিবেদন প্রণয়ন করে। শাখার অধীনে বিভিন্ন যুগের ভূতত্ত্ব বিষয়ক নমুনাসমৃদ্ধ একটি জাদুঘর আছে। জাদুঘরে বর্তমানে দেশ-বিদেশের ৪০৭ টি শিলা নমুনা, ২২৫ টি জীবাশ্ম এবং ২টি ভূ-গর্ভস্থ স্তরবিন্যাস মডেল আছে। সমৃদ্ধ জাদুঘরটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠান হতে আগত দর্শনার্থীদের ভূতত্ত্ব বিষয়ে জ্ঞানের আলো প্রসারে সহায়ক ভূমিকা পালন করে আসছে।
শাখায় সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দের নাম:
১. ড. মোঃ শামসুজ্জামান, উপ-পরিচালক (ভূতত্ত্ব)
২. জনাব মোঃ ফারুক হাসান, উপ-পরিচালক (ভূতত্ত্ব)
৩. জনাব মোঃ আরিফুজ্জামান, উপ-পরিচালক (ভূতত্ত্ব) (খন্ডকালীন)
৪. জনাব শাহরিন আযমী, সহকারী পরিচালক (ভূতত্ত্ব)
৫. জনাব মো: আল-আমিন, সহকারী পরিচালক (ভূতত্ত্ব)
৬. জনাব নুসরাত তাসনীম, সহকারী পরিচালক (ভূতত্ত্ব)
পরীক্ষাগারে কর্মরত লোকবল:
১। জনাব মো: আসাদুজ্জামান, উর্ধ্বতন পরীক্ষাগার সহকারী
২। জনাব মাকসুদা পারভীন, উর্ধ্বতন পরীক্ষাগার সহকারী
৩। মিলন চন্দ্র হালদার, পরীক্ষাগার সহকারী
শাখার দায়িত্ব ও কার্যাবলীঃ
উপ-শাখাঃ জাদুঘর
লোকবল: ১. জনাব ইসমাইল হোসেন, জাদুঘর সহকারী।
২. জনাব মো: আবুল কাশেম, জাদুঘর সহকারী।
দায়িত্ব ও কার্যাবলীঃ