Wellcome to National Portal
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ সেপ্টেম্বর ২০২৪

ভূ-রসায়ন ও পানি সম্পদ শাখা

শাখাঃ ভূ-রসায়ন পানি সম্পদ

(Branch: Geochemistry and Water Resources) 

শাখা প্রধানঃ জনাব নুরূন নাহার ফারুকা

              পরিচালক (ভূতত্ত্ব)

ফোন (অফিস): ৮৩৯২১৪৭

মোবাইল: ০১৭১৮২২৬৭১০

ই-মেইল: nn.faruqa@gsb.gov.bd

 

পৃথিবীতে বেঁচে থাকার একটি অপরিহার্য উপাদান পানি। পৃথিবীতে বিদ্যমান মোট পানির মাত্র ২.৫% স্বাদু পানি, যা পান যোগ্য এবং কৃষি ও বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠানে ব্যবহারের উপযুক্ত। মানুষ, অর্থনীতি, প্রকৃতি এবং আমাদের খাদ্যের ভিত্তির একটি অন্যতম চালিকা শক্তি হচ্ছে পানি, তবে অন্যান্য প্রাকৃতিক সম্পদের মতোই স্বাদু পানির যোগান অপরিসীম নয়। গলিত বরফ, লেক ও নদী-নালার প্রবহমান সামান্য পানি বাদে পৃথিবীর ভূ-গর্ভে ধারনকৃত পানির (Groundwater), পরিমান মাত্র ০.৬১ ভাগ, যা বিশ্বব্যাপী নিরাপদ ও দূষণমুক্ত পানির চাহিদা এবং ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য উৎপাদনে প্রধানতম উৎস হিসাবে ভূমিকা পালন করছে। বাংলাদেশেও সুপেয় পানিয়, শিল্প-কারখানা ও কৃষিজ সেচকাজে ব্যবহৃত পানির মূল উৎস ভূ-গর্ভস্থ পানি। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন, অর্থনৈতিক উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন বাংলাদেশের পানি সম্পদকে ক্রমবর্ধমান চাপের মধ্যে ফেলছে। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে ভূ-গর্ভস্থ পানির উত্তোলন ও ব্যবহারের ক্ষেত্রে যথাযথ মূল্যায়ন, পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাবে ভূ-গর্ভস্থ পানির পরিমান ও গুণগত মানের অবনমনসহ জনস্বাস্থ্য, জীববৈচিত্র ও পরিবেশ, আর্থ-সামাজিক উন্নয়নে বিরুপ প্রভাব ফেলছে।

 

উপর্যুক্ত বিষয়গুলোর যথাযথ ও টেকসই সমাধানের লক্ষ্যে ভূ-রসায়ন ও পানি সম্পদ শাখা হাইড্রোজিওলজিক্যাল ও ভূ-রসায়নিক অনুসন্ধান কৌশল প্রয়োগ করে এককভাবে অথবা অন্যান্য অনুসন্ধান কৌশলের সাথে সমন্বিতভাবে পরিচালনার মাধ্যমে হাইড্রোজিওলজিক্যাল ও ভূ-রাসায়নিক অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করে থাকে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় কুপ খনন ও ভূ-গর্ভস্থ নলকূপ স্থাপনের মাধ্যমে পানির নমুনা সংগ্রহ এবং গবেষণাগারে বিশ্লেষণের মাধ্যমে ভূ-গর্ভস্থ আধারের পানির গুণাগুন নির্ণয় করে থাকে। এছাড়াও ভূ-গর্ভস্থ আধারের পললের নমুনা বিশ্লেষণের মাধ্যমে আধারের বৈশিষ্ট্য নিরূপণ করে থাকে।

 

বাংলাদেশের জন্য ভূ-রাসায়নিক তথ্য সম্বলিত জিআইএস ভিত্তিক মানচিত্রের প্রয়োজনীয়তা উপলব্ধি করে ভূ-রসায়ন ও পানি সম্পদ শাখা সমগ্র দেশের ভূরাসায়নিক ডিজিটাল তথ্যভান্ডার ও মানচিত্রায়ন বাস্তবায়নের একটি পরিকল্পনা গ্রহণ করেছে। বর্তমানে উপজেলা ভিত্তিক ভূ-রাসায়নিক মানচিত্রায়ন কর্মসূচি বাস্তবায়নের কাজ চলছে।

 

লোকবলঃ

১। জনাব শাহতাজ করিম, উপ-পরিচালক (ভূতত্ত্ব)

২। জনাব রিয়াদুল ইসলাম, সহকারী পরিচালক (ভূতত্ত্ব)

৩। জনাব খালেদা আফরীন, সহকারী পরিচালক (ভূতত্ত্ব), খন্ডকালীন 

৪। জনাব মোঃ রাশেদুল হাসান, সহকারী পরিচালক (ভূতত্ত্ব)

৫। জনাব মোঃ ছাদেক আল মেহেদী, সহকারী পরিচালক (ভূতত্ত্ব) 

 

দায়িত্ব ও কার্যাবলীঃ

  • বহিরঙ্গন কাজের মাধ্যমে সুপেয় পানির অনুসন্ধান, পানিবাহিত স্তরসমূহ চিহ্নিতকরণ ও ডিজিটাল তথ্যভান্ডার তৈরীকরণ;
  • পানির রাসায়নিক বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে পানিতে উপস্থিত বিভিন্ন মৌলের মাত্রা নির্ণয় করে বিষাক্ত মৌলের উপস্থিতি সম্পর্কে ধারণা প্রদান;
  • ভূ-গর্ভস্থ আধারের পললের নমুনা বিশ্লেষণের মাধ্যমে আধারের বৈশিষ্ট্য নিরূপণ;
  • ভূ-গর্ভস্থ পানির গুনাবলী নিরূপণ এবং গবেষণাকৃত এলাকার পরিবেশ ব্যাখ্যাকরণসহ জনস্বাস্থ্যের উপর এর প্রভাব নিরূপণ;
  • ভূপৃষ্ঠের নিকটবর্তী মাটি ও পললের নমুনা বিশ্লেষণের মাধ্যমে ভূ-রাসায়নিক মানচিত্র প্রস্তুতকরণ;
  • প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে প্রতিবেদন প্রস্তুতকরণ।
2024-09-11-05-58-3662277fb4639520412c57e71d14b21d.pdf