Wellcome to National Portal
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ জানুয়ারি ২০২২

স্তরতত্ত্ব ও জীবস্তরতত্ত্ব

শাখাঃ স্তরতত্ত্ব জীবস্তরতত্ত্ব

(Branch : Stratigraphy and Biostratigraphy)

শাখা প্রধানঃ জনাব আসমা হক

                পরিচালক (ভূতত্ত্ব)

ফোন (অফিস) ০২২২৪৪৯২৫২৪

মোবাইল ০১৫৫৩৫৮৫৫০৭

ই-মেইল asmahuque@yahoo.com

স্তরতাত্ত্বিক বিন্যাস বিশ্লেষণের মাধ্যমে পলল জমায়নের ইতিহাস ও পরিবেশ নির্ণয় বিষয়ক গবেষণা এ শাখা পরিচালনা করে থাকে। এ কাজে প্যালিনোলজিক্যাল ও প্যালিওনটোলজিক্যাল বিষয়ক গবেষণা অন্যতম ভূমিকা পালন করে আসছে।

লোকবলঃ

  1. জনাব কাজী মানসুরা আখতার, উপ-পরিচালক (ভূতত্ত্ব)।
  2. জনাব সৈয়দা জেসমিন হক, উপ-পরিচালক (ভূতত্ত্ব)।
  3. জনাব শাহরীন আযমী, সহকারী পরিচালক (ভূতত্ত্ব)।
  4. জনাব সায়মা হোমায়রা, সহকারী পরিচালক (ভূতত্ত্ব)।
  5. জনাব মোঃ হারুন-অর-রশীদ, সহকারী পরিচালক (ভূতত্ত্ব)।

দায়িত্ব ও কার্যাবলীঃ

  • বহিরঙ্গন থেকে সংগৃহীত নমুনার গবেষণাগারে প্রক্রিয়াজাতকরণ, জীবাশ্ম ও পোলেন পৃথকীকরণ এবং সনাক্তকরণ;
  • সনাক্তকৃত জীবাশ্ম এবং পোলেন পর্যালোচনার মাধ্যমে অতীত ভূতাত্ত্বিক পরিবেশ (প্যালিও এনভায়রনমেন্ট) ও বিবর্তন সংক্রান্ত গবেষণাকর্ম পরিচালনা করা;
  • প্রাপ্ত জীবাশ্ম ও পোলেনের ক্যাটালগ তৈরির কাজ;
  • প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে প্রতিবেদন প্রস্তুতকরণ।