Wellcome to National Portal
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ ডিসেম্বর ২০২৪

স্তরতত্ত্ব ও জীবস্তরতত্ত্ব শাখা

শাখাঃ স্তরতত্ত্ব জীবস্তরতত্ত্ব

(Branch : Stratigraphy and Biostratigraphy)

শাখা প্রধানঃ জনাব মোঃ কামরুল আহসান

                পরিচালক (ভূতত্ত্ব)

ফোন (অফিস) ৮৩১৪৮০০

মোবাইল ০১৭১১৭৩৩৬৯০

ই-মেইল kamrul.ahsan@gsb.gov.bd

 

বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের স্ট্র্যাটিগ্রাফি ও বায়োস্ট্র্যাটিগ্রাফি শাখার মূল উদ্দেশ্য হলো শিলাস্তর ও জীবাশ্ম পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও অধ্যয়নের মাধ্যমে  ভূতাত্ত্বিক স্তরের আপেক্ষিক বয়স নির্ধারণ,  ভূতাত্ত্বিক ইতিহাস মূল্যায়ন, ভূতাত্ত্বিক স্তরের ক্রমবিন্যাস ও বিভিন্ন শিলাস্তরের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ সংক্রান্ত  ভূতাত্ত্বিক তথ্য সংগ্রহ এবং সংরক্ষণ।  এছাড়াও শাখাটি স্তরতাত্ত্বিক ও জীবস্তরতাত্ত্বিক বিশ্লেষণ এর মাধ্যমে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত পরিবর্তনের তথ্য সংগ্রহ করে, যা বর্তমানে ভূ-সম্পদ অনুসন্ধান এবং পরিবেশগত পরিবর্তন বিষয়ক গবেষণায় ব্যবহৃত হয়। উক্ত শাখার  গবেষণা কার্যক্রম   দুটি পরীক্ষাগারে  সম্পাদিত হয়।

প্যালিওনটোল্যজিক্যাল গবেষণাগারে অনুজীব ও জীবাশ্ম (ফোরামিনিফেরা ও অষ্ট্রাকোডা) এবং মেগাজীব ও জীবাশ্ম (ব্রাকিওপোড, গ্যাস্ট্রোপোড ও প্যালিসাইপোড ইত্যাদি) বায়োইনডিকেটরসমূহকে পরীক্ষাগারে প্রস্তুতকরণ (Processing) শেষে স্টেরিওজুম মাইক্রোসকোপের মাধ্যমে উত্তোলন, সনাক্তকরণ ও পর্যবেক্ষণ করা হয়। প্যালিনোজিক্যাল গবেষণাগারে প্যালিনোমরফ (পোলেন, স্পোর, ডায়াটম, এ্যালগি, ডায়নোফ্লাজিলেট ইত্যাদি) নমুনাসমূহের স্লাইড প্রস্তুতকরণ শেষে বায়োল্যজিক্যাল মাইক্রোসকোপের মাধ্যমে সনাক্তকরণ ও পর্যবেক্ষণ করা হয়। 

স্ট্র্যাটিগ্রাফি ও বায়োস্ট্র্যাটিগ্রাফির সমন্বিত গবেষণার মাধ্যমে তেল, গ্যাস এবং খনিজ সম্পদ অনুসন্ধানে স্পোর, পোলেন ও প্যালিনোমরফ এর ম্যাচুরেশন পর্যবেক্ষণ ছাড়াও দূষণের প্রভাব ও জলবায়ুর পরিবর্তন পর্যবেক্ষণ এবং মূল্যায়নে বায়োইনডিকেটর টুল হিসেবে ফোরামিনিফেরা ব্যবহার করা হয়, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নে ভূমিকা রাখে। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তথ্য ও উপাত্ত আদান-প্রদানের মাধ্যমে দেশের টেকসই উন্নয়নে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা করতে সহযোগিতা করে চলেছে এই শাখা।

 

শাখায় সংশ্লিষ্ঠ কর্মকর্তাবৃন্দ

১. কাজী মানসুরা আখতার, উপ পরিচালক (ভূতত্ত্ব)

২. সৈয়দা জেসমিন হক, উপ পরিচালক (ভূতত্ত্ব)

৩. মো: হারুন-আর-রশীদ, সহকারী পরিচালক (ভূতত্ত্ব)

৪. সাবিনা ইয়াসমিন, সহকারী পরিচালক (ভূতত্ত্ব)

৫. মো: আরিফ পরাগ, সহকারী পরিচালক (ভূতত্ত্ব)

 

শাখার দায়িত্ব ও কার্যাবলী:

  • বহিরঙ্গনে বিশদ জরিপ পরিচালনা এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ।
  • বাংলাদেশের পূর্ণাঙ্গ স্ট্র্যাটিগ্রাফি নির্মাণ।
  • বহিরঙ্গন থেকে সংগৃহীত নমুনার গবেষণাগারে প্রস্তুতকরণ, মাইক্রো এবং মেগাজীবাশ্মসমূহ (ফোরামিনিফেরা, অষ্ট্রাকোডা, প্যালিনোমরফ, ডায়াটম, ব্রাকিওপোড, গ্যাস্ট্রোপোড, প্যালিসাইপোড ইত্যাদি) পৃথকীকরণ এবং সনাক্তকরণ।
  • প্রাপ্ত মাইক্রো, মেগাজীব ও জীবাশ্মসমূহের মরফোল্যোজি, সঙ্ঘটন (Occurrence) ও সন্নিবেশ (Assemblage) এর উপর ভিত্তি করে ক্যাটালগ প্রস্তুত ।
  • সনাক্তকৃত মাইক্রো এবং মেগাজীবাশ্ম সমূহ পর্যালোচনার মাধ্যমে প্রত্নভূতাত্ত্বিক পরিবেশ (প্যালিওএনভায়রনমেন্ট) ও বিবর্তন সংক্রান্ত গবেষণাকর্ম পরিচালনা করা।
  • জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণা করা এবং সনাক্তকৃত অণুজীব, মেগা অর্গানিজম এবং জীবাশ্ম থেকে তথ্য ও উপাত্তের ভিত্তিতে উপকূলীয় দূষণ পর্যবেক্ষণের ভিত্তিতে গবেষণা কাজ পরিচালনা করা।
  • দেশের উন্নয়ন কর্মকান্ডে চাহিদা মোতাবেক স্তরতাত্ত্বিক ও জীবস্তরতাত্ত্বিক সংক্রান্ত তথ্যাদি সরবরাহ।
  • প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে প্রতিবেদন প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
  • বিভিন্ন শিক্ষা ও গবেষণামূলক প্রতিষ্ঠানকে তথ্য ও উপাত্ত সরবরাহ করে এবং ভূবৈজ্ঞানিক জ্ঞান বৃদ্ধি ও প্রযুক্তিগতভাবে দক্ষতা অর্জনে সহায়তা করা।
  • প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপ  এর আয়োজন ও অংশগ্রহনের মাধ্যমে গবেষকদের দক্ষতা অর্জনের সহায়তা প্রদান করা।