Wellcome to National Portal
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ ফেব্রুয়ারি ২০২৪

প্রকাশনা ও প্রশিক্ষণ শাখা

শাখা: প্রকাশনা ও প্রশিক্ষণ
(Branch: Publication and Training)

 

আরিফ মাহমুদ

পরিচালক (ভূতত্ত্ব) ও শাখা প্রধান

ফোন (অফিস): ৮৩৯২১৪৮

মোবাইল: ০১৭১৫১২৩১১৪

ই-মেইল: arifmahmud.mkl@gmail.com

ওয়েব মেইল: publication@gsb.gov.bd 

 

ভূ-বৈজ্ঞানিক তথ্য সম্বলিত একটি স্বয়ংসম্পূর্ণ লাইব্রেরী আছে যেখানে এক সাথে ২০ জন ভূবিজ্ঞানীর পড়াশুনা করার ব্যবস্থা আছে। এছাড়া অন্যান্য সংস্থা/বিশ্ববিদ্যালয়/কর্পোরেশন এর ভূবিজ্ঞানীগণের অনুমোদন সাপেক্ষে লাইব্রেরীতে অধ্যায়নের সুযোগ রয়েছে। প্রকাশিত বিভিন্ন মানচিত্র ও রেকর্ড সিরিজের প্রতিবেদনসমূহ লাইব্রেরীতে সংরক্ষিত আছে যা বিভিন্ন সংস্থার চাহিদা মোতাবেক সরবরাহ করা হয়।

দায়িত্ব ও কার্যাবলী:
  • সম্পাদিত প্রতিবেদনসমূহ প্রশাসনিক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে বিজি প্রেস থেকে প্রকাশের ব্যবস্থা গ্রহণ।
  • প্রকাশিত প্রতিবেদনসমূহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানসহ বিশ্বের বিভিন্ন দেশের ভূ-বৈজ্ঞানিক সংস্থায় প্রেরণ।
  • অধিদপ্তরের ভূ-বৈজ্ঞানিক কর্মকর্তাগণ কর্তৃক প্রণীত সার-সংক্ষেপ/প্রবন্ধ দেশে-বিদেশে অনুষ্ঠিত কনফারেন্স/সিম্পোজিয়াম/কর্মশালায় উপস্থাপনা ও প্রসিডিংসসমূহে প্রকাশনার ব্যাপারে ছাড়পত্র প্রদান।
  • দেশ-বিদেশের বিভিন্ন লাইব্রেরি/সংস্থার সাথে যোগাযোগের মাধ্যমে সাম্প্রতিককালে প্রকাশিত বইপত্র/জার্ণাল সংগ্রহ।
  • অতীতে বাস্তবায়িত ও বর্তমানে চলমান গবেষণামূলক প্রকল্প/ কর্মসূচী হতে প্রাপ্ত গবেষণালব্ধ তথ্য ও উপাত্তসমূহের ডিজিটাল ও হার্ড কপি সংরক্ষণ। 
 
জনবল:
১। জনাব মোঃ নুরুজ্জামান সবুজ, উপ-পরিচালক (ভূতত্ত্ব) 
২। জনাব মুহাম্মদ মাছুম, উপ-পরিচালক (ভূতত্ত্ব)
৩। জনাব মোঃ নাজিম উদ্দীন গনি, প্রধান লাইব্রেরিয়ান
৪। জনাব মোহাম্মদ হাদিউল ইসলাম আকন্দ, লাইব্রেরিয়ান
৫। জনাব সাবিনা ইয়াসমিন, সহকারী পরিচালক (ভূতত্ত্ব)
৬। জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, লাইব্রেরিয়ান
 
উপ-শাখা/ ইউনিটসমূহ

ইউনিট-১: প্রকাশনা, আন্তর্জাতিক যোগাযোগ ও তথ্য ইউনিট 

কর্মকর্তাবৃন্দ:

মুহাম্মদ মাছুম

উপ-পরিচালক (ভূতত্ত্ব)

ফোন (অফিস): ৪৮৩১৪৮১৪

মোবাইল: ০১৭২৬৪০৮৫০২

ই-মেইল: m.masum@gsb.gov.bd

মোহাম্মদ হাদিউল ইসলাম আকন্দ

লাইব্রেরিয়ান (অতিরিক্ত দায়িত্ব)

ফোন (অফিস): ৯৩৪৪৩৮৩

মোবাইল: ০১৭১৫০৪১৫৩০

ই-মেইল: hadiul.akanda@gsb.gov.bd

মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

লাইব্রেরিয়ান (অতিরিক্ত দায়িত্ব)

ফোন (অফিস): ৮৩৯২৭০৫

মোবাইল: ০১৮৩৪৯৮৮১৬৪

ই-মেইল: mm.rahaman@gsb.gov.bd

 

দায়িত্ব ও কার্যাবলীঃ

  • অধিদপ্তরের গাইড লাইন অনুযায়ী বৈজ্ঞানিক ও কারিগরি প্রতিবেদনসমূহ প্রকাশনার মানসম্পন্ন পর্যায়ে উন্নীতকরণ;
  • সম্পাদিত প্রতিবেদনসমূহ প্রশাসনিক ও সংস্থাপন মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে বিজিপ্রেস থেকে প্রকাশের ব্যবস্থা গ্রহণ;
  • প্রকাশিত প্রতিবেদনসমূহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানসহ বিশ্বের বিভিন্ন দেশের ভূ-বৈজ্ঞানিক সংস্থায় প্রেরণ;
  • অধিদপ্তরের ভূ-বৈজ্ঞানিক কর্মকর্তাগণ কর্তৃক প্রণীত সার-সংক্ষেপ/প্রবন্ধ দেশে-বিদেশে অনুষ্ঠিত কনফারেন্স/ সিম্পোজিয়াম/ কর্মশালায় উপস্থাপনা ও প্রসিডিংসসমূহে প্রকাশনার ব্যাপারে ছাড়পত্র প্রদান;
  • দেশ-বিদেশের বিভিন্ন লাইব্রেরী/সংস্থার সাথে যোগাযোগের মাধ্যমে সাম্প্রতিককালে প্রকাশিত বইপত্র/ জার্ণাল সংগ্রহ;
  • অতীতে বাস্তবায়িত ও বর্তমানে চলমান গবেষণামূলক প্রকল্প/কর্মসূচি হতে প্রাপ্ত গবেষণালব্ধ তথ্য ও উপাত্তসমূহের ডিজিটাল ও হার্ড কপি সংরক্ষণ
  • জিএসবি’র গবেষণা কাজের অপ্রকাশিত সকল তথ্য, বিভিন্ন উপাত্ত, মানচিত্র, প্রতিবেদন এবং বিভিন্ন সংস্থার ভূ-বিজ্ঞান সম্পর্কিত তথ্য জিএসবি’র তথ্যকেন্দ্রে সংরক্ষণ করা হয়। তথ্যকেন্দ্রে সংরক্ষিত অধিদপ্তরের ভূ-বৈজ্ঞানিক অপ্রকাশিত তথ্য-উপাত্ত, মানচিত্র ও প্রতিবেদন পরবর্তীতে এডিটোরিয়াল বোর্ডের সুপারিশে মহাপরিচালক মহোদয়ের অনুমোদনক্রমে বিজি প্রেসের মাধ্যমে মা্যেমে প্রকাশের ব্যবস্থা গ্রহণ করা হয়। এসব উপাত্ত ও তথ্যাদি দেশের বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কাজে অবদান রেখে আসছে। অপ্রকাশিত তথ্য-উপাত্ত জিএসবি নীতিগতভাবে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সরবরাহ করা হয় না। বিশেষ ক্ষেত্রে সরকারের গুরুত্ত্বপূর্ণ কাজে মহাপরিচালক মহোদয়ের অনুমোদন সাপেক্ষে সাময়িকভাবে ব্যবহারের সুযোগ দেয়া হয়।

ইউনিট-২: জিওসাইন্স অ্যাওয়ারনেস এন্ড ট্রেনিং সেন্টার (জিএটিসি)

কর্মকর্তাবৃন্দ:

মোঃ নুরুজ্জামান সবুজ

উপ-পরিচালক (ভূতত্ত্ব)

ফোন (অফিস): ০২-৮৩৯১৯৮০

মোবাইল: ০১৯১৪২৪৪৫৪৫

ই-মেইল: nuruzzaman.sabuj@gsb.gov.bd

সাবিনা ইয়াসমিন

সহকারী পরিচালক (ভূতত্ত্ব)

ফোন (অফিস): 

মোবাইল: ০১৭২৪০৫১৫৮৪

ই-মেইল: sabina.yeasmin@gsb.gov.bd

 

ফটো গ্যালারী

ভূ-বিজ্ঞান পরিবর্তনশীল, ব্যাপক এবং মানুষের জীবনমান উন্নয়ন ও কল্যাণ সম্পর্কিত বিজ্ঞান। ভূ-বিজ্ঞান বিষয়ক জ্ঞান বৃদ্ধি, জনকল্যাণে এর ভূমিকা, জনগণকে অবগতকরণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যুগোপযোগী প্রয়োগ ও অধিকতর সফল বাস্তবায়নের উদ্দেশ্যে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা অপরিহায্য©। এ সেন্টারের মাধ্যমে টেকসই উন্নয়নের স্বার্থে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের ভূ-বিজ্ঞানী ও এর সাথে সম্পর্কিত সকল শ্রেণি ও পেশার এবং ক্ষেত্র বিশেষে আপামর জনসাধারণের মাঝে সচেতেনতা সৃষ্টি/বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন করা।

দায়িত্ব ও কার্যাবলীঃ

  • ভূ-বিজ্ঞান বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন ;
  • ভূ-বিজ্ঞান ও এর অবদান (Geoscience and its Contributions) প্রচার ;
  • টেকসই উন্নয়নে ভূ-বিজ্ঞান বিষয়ে দেশের জনসাধারনের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা ;
  • অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের ওরিয়েন্টেশন কোর্স আয়োজন।

 

ইউনিট-৩: লাইব্রেরি

কর্মকর্তাবৃন্দ:

মোঃ নাজিম উদ্দিন গনি

চীফ লাইব্রেরিয়ান

ফোন (অফিস): ৯৩৪৪৩৮৩

মোবাইল: 

ইমেইল: nazim.ghani@gsb.gov.bd

মোহাম্মদ হাদিউল ইসলাম আকন্দ

লাইব্রেরিয়ান

ফোন (অফিস): ৯৩৪৪৩৮৩

মোবাইল: ০১৭১৫০৪১৫৩০

ই-মেইল: hadiul.akanda@gsb.gov.bd

মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

লাইব্রেরিয়ান

ফোন (অফিস): ৮৩৯২৭০৫

মোবাইল: ০১৮৩৪৯৮৮১৬৪

ই-মেইল: mm.rahaman@gsb.gov.bd

ছবি-১

ছবি-২

ছবি-৩

ছবি-৪

ছবি-৫

 

ভূ-বৈজ্ঞানিক তথ্য সম্বলিত একটি স্বয়ংসম্পূর্ণ লাইব্রেরী যার সংগ্রহে ৪৫,০০০টিরও অধিক টেক্সট বই, জার্ণাল ও পাবলিকেশন আছে। এ সমস্ত বইপত্র সংরক্ষণ ও ভূ-বৈজ্ঞানিক কর্মকর্তাদের চাহিদা মোতাবেক সংগ্রহ ও সরবরাহ করা এ উপ-শাখার মূল দায়িত্ব।

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon