উপকূলীয় ও সামুদ্রিক ভূতত্ত্ব শাখা
শাখা প্রধান: | |
মোঃ মিজানুর রহমান পরিচালক (ভূতত্ত্ব) ফোন (অফিস):০২-৮৩৯২১৮৫ মোবাইল: ০১৭১১২৪১৪৫০ ই-মেইল: mizanur.rahman@gsb.gov.bd |
বাংলাদেশের উপকূলীয় ও সমুদ্রসীমানায় ভূতাত্ত্বিক জরিপ পরিচালনা করা। উপকূলীয় এলাকায় ভূতাত্ত্বিক ও ভূপ্রাকৃতিক মানচিত্রায়ন, ভূমি অবক্ষেপন ও ক্ষয় প্রক্রিয়া, কোস্টাল ডায়নামিক্স পর্যবেক্ষণ এবং এর প্রভাব বিষয়ে গবেষণা পরিচালনা। এছাড়াও উক্ত এলাকার প্রাকৃতিক দূর্যোগের কারণ ও প্রভাব অনুসন্ধান এবং সম্ভাব্য প্রশমন বিষয়ে গবেষণা, উপকূলীয় ও সামুদ্রিক এলাকায় খনিজ সম্পদ অনুসন্ধান, উপকূলীয় এলাকার উন্নয়ন পরিকল্পনা, পরিবেশ সংক্রান্ত গবেষণা এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে অবদান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট এর মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক সমুদ্রসীমা র্নির্ধারণ ও সুনীল অর্থনীতি সংক্রান্ত কাজ। প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ইত্যাদি সংস্থার সাথে বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ।
শাখার কর্মকর্তাবৃন্দ: | |||
মোহাম্মদ হাসান শাহারিয়ার উপ-পরিচালক (ভূতত্ত্ব) ফোন (অফিস):+৮৮-০২-২২২২২৩১৯০ মোবাইল: +৮৮০১৭১৫৮২১৮০২ ই-মেইল: shahariargsb@gmail.com |
ড. মোঃ বজলার রশীদ উপ-পরিচালক (ভূতত্ত্ব) ফোন (অফিস):+৮৮-০২৫৫১৩০৬০৫ মোবাইল: +৮৮০১৭২০৬১৪৯২১ ই-মেইল: bazlarrashid@ymail.com |
||
মোঃ রুবেল শেখ সহকারী পরিচালক (ভূতত্ত্ব) ফোন (অফিস):+৮৮-০২৫৫১৩০৫৯৭ মোবাইল: +৮৮০১৫৫৮৩৯৬২৬৯ ই-মেইল: rubel37@gmail.com |
এ. জে. এম. ইমদাদুল হক সহকারী পরিচালক (ভূতত্ত্ব) ফোন (অফিস):+৮৮-০২৫৫১৩০৬২১ মোবাইল: +৮৮০১৭১২১৯৮০১১ ই-মেইল: emdadul.haque@gsb.gov.bd |
||
রাবেয়া খাতুন সহকারী পরিচালক (ভূতত্ত্ব) ফোন (অফিস): মোবাইল: ০১৮৫০৯৬৮৭৭৫ ই-মেইল: rabeyaurmi259@gmail.com |
শাখার দায়িত্ব ও কার্যাবলী:
পরীক্ষাগার সেবা:
পরীক্ষাগারে বিদ্যমান বিশেষায়িত অত্যাধুনিক যন্ত্র যেমন- Sub-Bottom Profiler, Side Scan Sonar ইত্যাদি ব্যবহারের মাধ্যমে নদি ও সমুদ্রের তলদেশের ভূমি আকৃতি-প্রকৃতিসহ মূল্যবান খনিজ সম্পদের উপস্থিতি নির্ণয় এর সুবিধা বিদ্যমান।