শাখাঃ ভূতাত্ত্বিক মানচিত্রায়ন ও কোয়াটারনারী ভূতত্ত্ব
(Branch: Geological Mapping and Quaternary Geology)
শাখা প্রধান | |
জনাব নাসিমা বেগম পরিচালক (ভূতত্ত্ব) ফোন (অফিস): ০২-৫৫১৩০৬৩৯ মোবাইল: ০১৫৫২৩১৪৪১৬ ই-মেইল: nasima.begum@gsb.gov.bd |
বাংলাদেশের শতকরা ৮০ ভাগ এলাকা কোয়াটারনারী যুগের পলল দ্বারা গঠিত। অবশিষ্ট এলাকা টারশিয়ারী যুগের শিলায় গঠিত পাহাড়ী অঞ্চল। সার্বিক বিবেচনায় দেশের বিভিন্ন উন্নয়নে ভূতাত্ত্বিক মানচিত্রের গুরুত্ব অপরিসীম। এ দৃষ্টিকোণ থেকে উক্ত শাখার মাধ্যমে মূলতঃ ১t৫০,০০০ স্কেলে উপজেলা ভিত্তিক মানচিত্রায়ন করা হয়ে থাকে। এছাড়াও বিশেষ ক্ষেত্রে ১t২৫০,০০০ স্কেলেও ভূতাত্ত্বিক মানচিত্র প্রস্তুত করা হয়। মানচিত্রায়ন কাজের পাশাপাশি কোয়াটারনারী যুগের ভূতাত্ত্বিক ইতিহাস ও জলবায়ুর তথ্যাদি গবেষণার মাধ্যমে উম্মোচন করা, বিভিন্ন দূর্যোগ যথা - বন্যা, নদী ভাঙ্গন, জলোচ্ছ্বাস, নদীর গতিপথ পরিবর্তন ইত্যাদি বিষয়ের উপর তথ্য সংগ্রহ ও কারণ সনাক্ত করা হয়।
শাখার কর্মকর্তাবৃন্দ | |||
ড. মোঃ আহসান হাবিব উপ-পরিচালক (ভূতত্ত্ব) ফোন (অফিস): ০২-৪৯৩৫৭৯০২ মোবাইল: ০১৭১৫৯১৩৪৬৯ ইমেইল: ahsan.habib@gsb.gov.bd |
মোঃ হোসেন খসরু উপ-পরিচালক (ভূতত্ত্ব) ফোন (অফিস): ০২-৫৫১৩০৫৯০ মোবাইল: ০১৭১১৩৭৩২৭৮ ইমেইল: hossain.khasru@gsb.gov.bd |
||
রাজিব কুমার সাহা সহকারী পরিচালক (ভূতত্ত্ব) ফোন (অফিস): ০২-৫৫১৩০৬১৩ মোবাইল: ০১৭১১১১৯৪১৭ ইমেইল: rajibkumar.saha@gsb.gov.bd |
জোবায়ের মাহমুদ সহকারী পরিচালক (ভূতত্ত্ব) ফোন (অফিস): মোবাইল: ০১৮৫৮৩৩৪৮৯৩ ইমেইল: zobayer.mahmud@gsb.gov.bd |
||
কে.এম.ইমাম হোসেন সহকারী পরিচালক (ভূতত্ত্ব) ফোন (অফিস): মোবাইল: ০১৭১৫৪৯৫৪৪৬ ইমেইল: imam.hossain@gsb.gov.bd |
মোঃ মহি উদ্দিন সহকারী পরিচালক (ভূতত্ত্ব) ফোন (অফিস): মোবাইল: ০১৯১১০৩২৫১১ ইমেইল: mohi.uddin@gsb.gov.bd |
দায়িত্ব ও কার্যাবলীঃ